কম্পিউটার


সহজে শিখে নিন পেনড্রাইভ বোটএবল করার নিয়ম

আপনার পেনড্রাইভ কম্পিউটারে সংযোক্ত করে নিন। তারপর কম্পিউটার থেকে Command Prompt ওপেন করুন Run as administrator হিসেবে।
এ রকম একটা বক্স আসবে ।
তারপর সেখানে লিখুন diskpart
তারপর Enter দিয়ে লিখুন list disk  লিখে Enter দিন,
তারপর লিখুন select disk 1
তারপর Enter দিয়ে লিখুন clean
ক্লীন হয়ে গেলে লিখুন create partition primary
তারপর Enter দিয়ে লিখুন select partition 1
তারপর Enter দিন।
এবার লিখুন active তারপর Enter দিন।

এখন আপনার কাজ ফর্মেট করা।
তার জন্য  লিখুন format fs=ntfs quick
লিখে Enter দিন। (quick লেখা  জরুরী নয়। লেখলে ফরমেট দ্রুত হবে)
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন।
ফরমেট হয়ে গেলে assign লিখে Enter দিন।
সর্বশেষে exit লিখে Enter করুন।
শেষ কাজ। আপনার পেনড্রাইভ রেডি উইন্ডোস দেয়ার জন্য।
 

0 মন্তব্য(গুলি):

Post a Comment