আর নয় আযথা ডাটা খরচ
আপনি কি মোবাইলে টাকা দিয়ে ডাটা প্যাক কিনে নেট ব্যবহার করেন? তাহলে টিউনটি আপনার জন্য
ডাটা
কিনতে কিনতে আপনি ক্লান্ত। ১ জিবি প্যাকেজ কিনলে কয়েক দিনেই শেষ হয়ে যায়।
কিন্তু কিন্তু নেট ব্যবহার করে যতটা না এমবি খরচ করছেন তার ছেয়ে বেশি খরচ
এমনিতেই হয়ে যায়। রাতে ডাটা কানেশন অফ করতে প্রায়ই ভুলে যান অনেকেই। সকালে
ঘুম থেকে উঠে দেখেন দুই থেকে তিন শত এমবি হাওয়া। এভাব প্রতিদিন আপনার অনেক
এমবি অযথা চলে যায়। কিন্তু এর কোন সমাধান আপনার জানা নেই। তাহলে কি করবে?
আপনার জন্যই আজকে আমার এই টিউন। তবে তার আগে অনুরোধ করছি তাদেরকে, যারা জানেন তারা এই পোস্ট তারা না দেখলে চলবে।
ধাপ ১-
আপনার মোবাইলের সেটিং আপশনে যান। চিত্রে দেখুন
ধাপ ২
উপরে দেখানো চিত্র অনুসারে সেটিং থেকে More Wireless এ যান। সেখান থেকে
ধাপ ৩-
তিন নম্বর ধাপে আপনি যেতে হবে Data Usage এ। তার জন্য নিচের চিত্র অনুসরণ করুন
ধাপ ৪-
ডাটা
ইউজেস এ আসার পর আপনার কাজ হল ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দেয়া। তার জন্য
আপনাকে করতে হবে যা তা হল চিত্রে দেখানো জায়গায় ক্লিক করা
ধাপ ৫-
মোটামুটি আপনি শেষ পর্যায় চলে এসেছেন। এখন ৪ নম্বর ধাপে ক্লিক করার পর আসবে এই রকম একটা চিত্র
এখানে
আপনার কাজ হল Restrict background data খুজে বের করা। না পারলে চিত্রে
দেখতে পারেন। খুজে পেলে দেখুন আমি ৫ লিখে দিয়েছি। এই জায়গায় রাইট চিহ্ন
দিতে হবে। দিতে পারলে আপনার কাজ শেষ। এখন আর আযথা এমবি কাটার কোন সু্যো
নেই। একেবারে বন্ধ। শুধু যখন আপনি ব্রাউজ করবেন তখন আপনার এমবি কাটবে। Data
কানেক্ট দেয়া থাকলেও এমবি কাটবে না।তবে ফরমুলা মোবাইল ভেদে ভিন্ন হতে পারে। আমি ওয়াল্টন মোবাইল থেকে স্কীন শর্ট নিয়েছি। আপনার অন্য মোবাইল হলে কাজ একই। আসল কথা হল ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্টিক্ট করে দেয়া।
যদি কারো উপকার হয় তাহলেই আমার স্বার্থকতা। উপকার পেলে কমেন্ট করে জানাবেন।
সবাই ভাল থাকুন। ধন্যবাদ সবাইকে।
কোন সমস্যা হলে ফেসবুকে নক করোন।
ফেসবুকে আমি
0 মন্তব্য(গুলি):
Post a Comment