আপনি কি মোবাইলে টাকা দিয়ে ডাটা প্যাক কিনে নেট ব্যবহার করেন? তাহলে টিউনটি আপনার জন্য
ডাটা
কিনতে কিনতে আপনি ক্লান্ত। ১ জিবি প্যাকেজ কিনলে কয়েক দিনেই শেষ হয়ে যায়।
কিন্তু কিন্তু নেট ব্যবহার করে যতটা না এমবি খরচ করছেন তার ছেয়ে বেশি খরচ
এমনিতেই হয়ে যায়। রাতে ডাটা কানেশন অফ করতে প্রায়ই ভুলে যান অনেকেই। সকালে
ঘুম থেকে উঠে দেখেন দুই থেকে তিন শত এমবি হাওয়া। এভাব প্রতিদিন আপনার অনেক
এমবি অযথা চলে যায়। কিন্তু এর কোন সমাধান আপনার জানা নেই। তাহলে কি করবে?
আপনার জন্যই আজকে আমার এই টিউন। তবে তার আগে অনুরোধ করছি তাদেরকে, যারা জানেন তারা এই পোস্ট তারা না দেখলে চলবে।
ধাপ ১-
আপনার মোবাইলের সেটিং আপশনে যান। চিত্রে দেখুন
ধাপ ২
উপরে দেখানো চিত্র অনুসারে সেটিং থেকে More Wireless এ যান। http://edutechplanet.blogspot.com/p/blog-page_76.html
0 মন্তব্য(গুলি):
Post a Comment